ইজি অফ ডুয়িং বিজনেসে ভাল স্থান পেল ভারত

বিশ্ব ব্যাংকের ব্যবসা সুগমতা র‍্যাঙ্কিংয়ে ভারত এক লাফে 23 পয়েন্ট বাড়িয়ে 100 তম থেকে 77 তম স্থানে পৌঁছেছে। গত দুই বছরে ভারতের র‍্যাকিংয়ে 53 পয়েন্ট বেড়েছে। মনে করা হচ্ছে যে এটি ভারতকে আরো বিদেশি বিনিয়োগ পেতে সাহায্য করবে। নরেন্দ্র মোদির সরকারের জন্য এই র‍্যাঙ্কিং স্বস্তিবর্ধক।

Related Videos