ময়ূরাক্ষীর স্রোত এসে ছোঁবে রবিবার

আবার অতনু ঘোষের সঙ্গে কাজ। আবার একটা মাইল স্টোন তৈরি হতে চলেছে। অতনুর ট্রিলজিতে আমি দু-বার। তাই আমি ভাগ্যবান। একই সঙ্গে ভাগ্যবান জয়া এহসানের সঙ্গে জুটি বাঁধতে পেরে। আমাদের জীবনে রবিবার বলে কিছু নেই। সেই অভাব মিটিয়ে দিচ্ছে অতনুর ছবি।