যতজন নেতা এই লোকসভা নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন জনসভায় বা গণমাধ্যমের বক্তৃতা দিচ্ছেন, তাঁদের কারোরই বক্তব্যে পরিবেশ দূষণের কোনও ইঙ্গিত নেই। কিন্তু যখন নির্বাচনের সময় আসে, নির্বাচনী কাজে দেশের বিভিন্ন অংশে বেরিয়ে পড়তে হয় মানুষকে, তখন না খুঁজলেও, না চাইতেই অগণিত কাহিনী চোখের সামনে আপনিই চলে আসে যা পরিবেশের সঙ্গে জড়িত, দূষণের সঙ্গে, এবং প্রাকৃতিক বিপর্যয়ের সাথে জড়িত। এমন তো নয়, যে দেশে সচেতনতার স্তর খুবই কম। যে কোনও স্কুলে গেলেই দেখা যাবে পরিবেশকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে। ভারতে গত বছর বায়ু দূষণের কারণে প্রায় ১৭ লাখ মানুষ পাণ হারিয়েছিলেন। তাহলে কি আমারা আমাদের রোজকার নিঃশ্বাস প্রশ্বাস, আমাদের জীবন নিয়ে আদৌ চিন্তিত?