বহুযুগ ধরেই বিজেপির দূর্গ ভোপাল। কংগ্রেসের দিগ্বিজয় সিং এখানে বিজেপির প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের মূল বিরোধী প্রার্থী। যদিও কর্মসংস্থান, এবং মহিলা ও দলিত সমস্যার কাছে এই ধরণের ধর্ম বা জাতীয়তাবাদের ইস্যু টিকবে না বলেই মনে করছেন সাধারণ ভোটাররা। সন্ত্রাস ছড়ানোয় অভিযুক্ত সাধ্বীকে প্রার্থী করা নিয়েও ভোটারদের মধ্যে প্রশ্ন উঠেছে স্বাভাবিক কারণেই। কংগ্রেস কি বিজেপির দূর্গে আশার আলো জ্বালাতে পারবে? জানা যাবে ২৩ মে।