মুম্বাইতে সম্পন্ন হল ইশা আম্বানির বিয়ে

দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানির সঙ্গে ব্যবসায়ী আনন্দ পিরমালের বিয়ে হল গতকাল। উদয়পুরের চমত্কার প্রাক বিবাহ অনুষ্ঠানের পরে মুম্বাইতে আম্বানিদের বাড়িতে অ্যান্টিলিয়াতে বিয়ের আয়োজন হয়। ইশার পাশাপাশি অ্যান্টিলিয়াকেও নববধূর মতোই সাজানো হয়েছিল। ইশার দুই ভাই ঘোড়ার উপর চড়ে বরযাত্রীকে স্বাগত জানায়। বিয়েতে অমিতাভ বচ্চন, আমির খান সহ বলিউডের বহু তারকাই উপস্থিত ছিলেন।

Related Videos