কর্ণাটক বিধানসভার আস্থা ভোট সম্পন্ন হয়েছে, স্পিকরা এক দিনেই আস্থা ভোট গ্রহণের কাজ সম্পন্ন করেছেন, এই নিয়েই চলছে বিতর্ক। কর্ণাটকের রাজ্যপালও এক দিনেই এই আস্থা ঘটে গ্রহণের সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। সংবিধান অনুসারে এই আস্থা ভোট গ্রহণের কাজ এক দিনের মধ্যে শেষ ক্রাসার কোনো রীতি আছে কি? সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে যতক্ষণ না সঠিক নির্দেশ আসছে, ততক্ষণ পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যাবে না।