রামমন্দির ইস্যু নিয়ে বিহারে বিজেপি এবং জনতা দল ইউনাইটেডের কর্মীদের মধ্যে প্রকাশ্যে অশান্তি বাঁধল। প্রার্থী পশুপতিকুমার পারসের নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একটি যৌথ মিটিং ডাকা হয়েছিল শুক্রবার। স্থানীয় জেডিইউ নেতা সঞ্জয় বর্মা বলেন রামমন্দির কোনও ইস্যু হতে পারে না।বিজেপি সমর্থকের এর প্রতিবাদ করে দাবি করেন সঞ্জয় বর্মাকে মিটিং থেকে বার করে দিতে হবে। মিটিংয়ে উভয় পক্ষের তুলে আনা ইস্যুগুলোর মধ্যেও পার্থক্য ছিল। বিজেপি নেতারা বালাকোট, রাষ্ট্রবাদ, জাতীয় সুরক্ষার উপরে গুরুত্ব দেন। অন্য দিকে নীতিশ কুমার উন্নয়ন বিষয়ে, সরকারের কাজ প্রভৃতি বিষয়কে তুলে আনেন। মিটিংয়ে উপস্থিত ছিলেন রামবিলাস পাসোয়ানও।