গত সপ্তাহে ঝাড়খণ্ডে ২৪ বছরের এক যুবকের গণপিটুনিতে মৃত্যুর পরে এগারো জনকে গ্রেফতার করা হয়েছে। দু'জন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। শামস তবরেজ নামের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ যে তিনি একটি মোটরসাইকেল চুরি করেছিলেন। তাঁকে ধরে ফেলে উন্মত্ত জনতা পোস্টে বেঁধে রেখে অকথ্য মারধর করতে থাকে। তাঁকে দিয়ে জোর করে ‘জয় শ্রী রাম' ও ‘জয় হনুমান' বলানো হয়। তারপর অত্যাচারে কাহিল হয়ে তবজের অচৈতন্য হয়ে পড়লে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ হেফাজতে চার দিন পরে মারা যায় সে। বিশেষ তদন্তকারী দল তদন্তের ভার নিয়েছে। তাদের বলা হয়েছে হোম সেক্রেটারি ও চিফ সেক্রেটারিকে বুধবারের মধ্যে রিপোর্ট জমা দিতে।