সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন অধিকর্তা হলেন এম নাগেশ্বর রাও।

সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন অধিকর্তা হলেন এম নাগেশ্বর রাও। সিবিআইয়ের দুই শীর্ষ নেতৃত্বের মধ্যেকার সমস্যা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। সিবিআই প্রধান আলোক ভারমা ও স্পেশ্যাল ডাইরেক্টর রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হয়েছে। দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর, তাদের সিবিআই সদর দফতরে অবস্থিত অফিসগুলিকেও সিল করে দেওয়া হয়েছে। যুগ্ম মহাপরিচালক এম নাগেশ্বর রাওকে সিবিআইএর অন্তর্বর্তীকালীন পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সিবিআইয়ের কার্যক্রম পরিচালনা করবেন নাগেশ্বর রাও। রাকেশ আস্তানার সহযোগী ও সিবিআইয়ের প্রাক্তন ডিএসপি দেবেন্দ্র কুমারকে পদ থেকে সরালো সিবিআই। পাটিয়ালা হাউস কোর্টে 7 দিনের সিবি আই রিমান্ডে পাঠানো হয়েছে দেবেন্দ্রকে। আদালতে সিবিআই দাবি করেছে যে তদন্তের আড়ালে একটি চক্র চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঁতরা গাছি রেলস্টেশনের ফুট ওভারব্রিজে হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে মারা গিয়েছেন ২ ব্যক্তি, আহত হয়েছেন আরও ১৭ জন। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ওই স্টেশনে একটি এক্সপ্রেস ট্রেন ও দুটি ইএমিউ লোকাল ট্রেন একই সঙ্গে এসে পড়ে। সেই ট্রেনে চাপতে গিয়েই হুড়োহুড়ি তে পদপৃষ্ট হন মানুষ। তাঁর দেহ টুকরো টুকরো করে কাটানো হয়, যার একটি অংশ কাউন্সিল জেনারেলের বাগানে পাওয়া যায়। তুর্কি রাষ্ট্রপতি অভিযোগ করেছেন যে সৌদি আরব জামাল খাসগীরকে হত্যা করেছে।

Related Videos