শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি মনোজদের অদ্ভুত বাড়ি মুক্তি পাবে আগামীকাল। তার আগে নবীনা সিনেমা হলে পাঠ ভবনের 400 খুদের জন্য ছবির স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করলেন ছবির নির্মাতারা। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচীর সঙ্গে ঘুরে দেখে নিন কী কী ঘটল স্ক্রিনিংয়ে।