মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিম পোস্ট করার জন্য গ্রেপ্ত্রার হওয়ার বিজেপি কর্মীকে ক্ষমা চাওয়ার শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এই গ্এরেপ্টাতার নিসন্দেহে অবাক করেছ, কিন্তু সুপ্রিম কোর্ট কি ক্ষমা চাইতে বাধ্য করল? এই ঘটনা গণতন্ত্রে বাক স্বাধীনতার জন্য খারাপ বার্তা দেবে? মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুললেও এই বিষয়ে বিজেপির ট্র্যাক রেকর্ড খুব ভালো নয়। সব রাজনৈতিক দল ই কি একই ধরনের অসহিষুতাকে প্রশ্রয় দিচ্ছে?