রাজ্যের একটি সমাবেশে যোগ দিতে আসা উত্তর প্রদেশের প্রতিপক্ষ যোগী আদিত্যনাথের হেলিকপ্টারকে অবতরণের ছাড়পত্র দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কলকাতা থেকে ৪০০ কিলোমিটার দূরে উত্তরবঙ্গের বালুরঘাটে এই সমাবেশটি আজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। যোগী আদিত্যনাথের দফতর সূত্রের খবর, “কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই অনুমতি বাতিল করা হয়েছে"। যোগী আদিত্যনাথের তথ্য উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার বলেন, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তায় এতটাই উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর হেলিকপ্টারটিও অবতরণ করতে দিচ্ছেন না।” এই নিয়ে দ্বিতীয়বার বিজেপি নেতার হেলিকপ্টার অবতরণের আবেদন প্রত্যাখ্যান করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী।