গত মাসের শেষে প্রকাশিত জাতীয় নির্বাচনের ফলাফলে বিজেপির (BJP) ধাক্কায় রীতিমতো বেসামাল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস (TMC)। এই পরিস্থিতিতে ২০২১-এৱ বিধানসভা নির্বাচনের সময় হারানো জমি পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে একটি বৈঠকে মিলিত হলেন। প্রসঙ্গত, প্রশান্ত কিশোরের সাম্প্রতিকতম কৃতিত্ব হল অন্ধ্রপ্রদেশে জগন্মোহন রেড্ডির জয়ের নেপথ্যের কারিগর হওয়া। কলকাতায় আজকের বৈঠক ছিল দু'ঘণ্টার। এরপরই মমতা প্রশান্তকে নিয়োগ করেন তাঁর দলকে ভোট বৈতরণী পার করার কারিগর হিসেবে। গতবারের ৩৪ থেকে এবার ২২টি আসনে নেমে এসেছে তৃণমূল কংগ্রেস। ৪২টি লোকসভা আসনের ১৮টি পায় বিজেপি, যারা গতবার দু'টি আসন পেয়েছিল।