রাজ্যগুলিকে আর্থিক ভাবে সাহায্য করার ‘ক্ষমতা' নেই বলে নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকে হাজির না থাকার কথা চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তিনি। তবে ১৫ তারিখ বৈঠকে বসবে নীতি আয়োগ। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “সকলেই জানেন নীতি আয়োগের কোনও আর্থিক ক্ষমতা নেই। রাজ্যগুলির কোনও প্রকল্পকে সাহায্য করার ক্ষমতাও দেওয়া হয়নি নীতি আয়োগের হাতে। তাই আগামী সপ্তাহের বৈঠকে উপস্থিত থাকার কোনও কারণই আমি খুঁজে পাচ্ছি না”।