এর পরেরবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে 'রসগোল্লা'র হাঁড়ি পাঠালে তা খাওয়ার আগে অত্যন্ত সতর্ক থাকা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । দিনকয়েক আগেই বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাংলার মিষ্টি পাঠিয়েছেন। বছরে একবার বা দু'বার হাতে তৈরি কুর্তাও পাঠান। শুক্রবার মোদীর এই দাবির জবাবে মমতা বললেন যে তিনি মোদীকে বাংলার রসগোল্লা পাঠাবেন। তবে ছানার বা স্পঞ্জের নরম তুলতুলে রসগোল্লা নয়, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে কী রসগোল্লা পাঠাতে চান তিনি? মমতা বললেন, "আমি নরেন্দ্র মোদীকে রসগোল্লা পাঠাব। তবে, তার ভিতরের থাকবে কাদা আর স্টোনচিপস। যেমনভাবে লাড্ডুতে কাজুবাদাম থাকে, তেমন। একটা কামড় দেবে, দাঁত ভেঙে পড়ে যাবে। এরকম ধরনের মিষ্টি আমি পাঠাব এক্সপায়ারি প্রধানমন্ত্রীকে"।