পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সভাপতি অমিত শাহকে মঙ্গলবারের হিংসার ঘটনায় আক্রমণ করে বলেন, “অমিত শাহ নিজেকে কী ভাবছেন? তিনি কি সবকিছুর উপরে? তিনি কি ভগবান যে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না? অমিত শাহের গুণ্ডারা রড ব্যবহার করেছে এবং আগুন জ্বালিয়েছে, মূর্তি ভেঙ্গে দিয়েছে। এত বড় লজ্জা, এমন কলকাতায় কখনও হয়নি। আমরা তাদের ছেড়ে দেব না এবং ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব।" তিনি আরও বলেন, “তাঁরা এতটাই অসভ্য যে, উত্তর কলকাতায় অবস্থিত বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছেন। ওরা সবাই বাইরের লোক। বিজেপি ভোটের দিনের জন্য সবাইকে ডেকে এনেছে।”