রাহুল গান্ধী জাতীয় নির্বাচনে দলের ও তাঁর পরাজয়ের মূল্যায়ন করার জন্য শনিবার বৈঠকে বসেন। কংগ্রেস সভাপতি হিসাবে পদত্যাগ করার সিদ্ধান্তের বিষয়ে দৃঢ় ছিলেন তিনি। যদিও দলীয় কর্মীরা তা চাননি। কংগ্রেসের নেতারা বলেন, তাঁরা রাহুল গান্ধীর পদত্যাগ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কিন্তু ৪৮ বছর বয়সী এই নেতা পদত্যাগ করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ। কংগ্রেসের ক্ষয়ক্ষতি বিষয়ে কথা বলতে গিয়ে রাহুল দলের একটি অভ্যন্তরীণ সংকট সামনে আনেন। চার ঘণ্টার এই বৈঠকে রাহুল গান্ধী বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে বলেন, তাদের ছেলেদেরকে ভোটের প্রার্থী করতে ‘জোর করেছেন’ ।