“দেশে দ্বিতীয় জরুরি অবস্থা চলছে” এমনটাই মনে করছেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন। সিএবির বিরুদ্ধে উত্তর পূর্বের রাজ্যের হিংসাত্মক বিক্ষোভের ফুটেজ প্রকাশ্যে আসতেই দেশের তথ্য সম্প্রচার মন্ত্রক একটি উপদেষ্টা জারি করে জানিয়েছে চ্যানেলে দেশবিরোধী কিছু দেখানো যাবে না! ডেরেক বলেন, দেশে ২ ধরণের গণমাধ্যম রয়েছে। মেরুদণ্ডযুক্ত এবং মেরুদণ্ডহীন। দেশদ্রোহীতা কী? নোটবন্দির বিরোধিতা করলে সেটা কি দেশদ্রোহীতা? এনআরসির বিরোধিতা করলে কি বিরোধীরা দেশদ্রোহী? নাগরিকত্ব আইনের বিরোধিতা করলে কি বিরোধীরা দেশদ্রোহী, প্রশ্ন তোলেন ডেরেক। তিনি আরও বলেন, “সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। আমরা মিডিয়াকে বলব নির্ভয়ে কাজ করুন।”