নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) কে কে উপাধ্যায়ের সঙ্গে এক বিতর্কে জড়িয়ে পড়েন। শনিবার বিহারে মন্ত্রীর কনভয় আটকে দেন ওই সরকারি কর্মকর্তা। নির্বাচনের কমিশন কর্তৃক অনুমোদিত সময়সীমা পার করে জনসভায় বক্তব্য রাখার জন্য সভা শেষে আটকানো হয়। বক্সারের বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশ্বিনী কুমার চৌবে। শুধু নির্দিষ্ট সময় পার করার জন্য নয়, কমিশনের অনুমোদিত সীমা পার করে প্রায় ৪০ টি গাড়ি নিয়ে কনভয় করে যাচ্ছিলেন মন্ত্রী, একারণেও আটকানো হয় তাঁকে। এর পরেই উত্তেজিত মন্ত্রীর হুমকি ওই কর্মকর্তাকে, “খবরদার, তামাশা করবেন না আপনি!”