রাজ্যে এসে মুখ্যমন্ত্রীকে স্পিড ব্রেকার দিদি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা তাঁকে নিশানা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি তিনটি শব্দ ব্যবহার করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন— ইডিএম, বিএমডব্লু এবং এফআইইউ। ইডিএম মানে ইকনোমি ডিরেলমেন্ট মাস্টার। অর্থমন্ত্রী বলেন, নোটবন্দি এবং জিএসটির কারণে ভালভাবে এগোতে থাকা অর্থনীতি নিজের কক্ষপথ থেকে সরে গেল। এর পরের শব্দটি হল বিএমডব্লু— মানে ভ্রষ্টাচার মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁকে নিশানা করতেই এই শব্দের ব্যবহার করেছেন অমিত। এফআইইউ নামে অর্থ মন্ত্রকের একটি সংস্থা আছে। আর্থিক লেনদেন থেকে শুরু করে সমস্তটা ঠিক ভাবে হচ্ছে কিনা দেখা এর কাজ। অর্থমন্ত্রীর দাবি, মন্ত্রকের ওই সংস্থার অধিকর্তা পঙ্কজ মিশ্র নোটবন্দির পরে ১৪ লাখ এমন ব্যাঙ্ক লেনদেনের খোঁজ পেয়েছেন যার বৈধতা নেই। অমিতের কথায়, প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার দায়িত্ব নিয়েছেন।