রাহুল গান্ধী বলছেন, ক্ষমতায় এলে দেশের দরিদ্রতম পরিবারগুলিকে বার্ষিক ৭২ হাজার বা মাসিক ৬ হাজার টাকা করে দেবেন। অন্যদিকে মোদির কিষাণ প্রকল্পে ইতিমধ্যেই মাসিক ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কৃষকদের। দেশের বিভিন্ন অংশে কৃষকদের মধ্যেও রয়েছে নানা টানাপোড়েন। একাংশ জানাচ্ছে রাহুল গান্ধীর কথায় আস্থা নেই তাঁদের, অন্যদের কথায় কৃষকদের জন্য একমাত্র যদি কেউ ভেবে থাকেন তাহলে তিনি মোদিই।