বাঁকুড়ায় সিপিএমের বাসুদেব আচার্যকে হারানোর পরে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে বিজেপির গায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে আসানসোল থেকে লড়বেন মুনমুন সেন। মুনমুনের স্বামী ভারত দেব বর্মা জানান: “মুনমুন খুবই আনন্দিত।" ভারী শিল্পের মন্ত্রী বাবুল সুপ্রিয়, ২০১৪ সালে ৬০,০০০-এরও বেশি ভোটের পার্থক্য নিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের বিরোধী প্রতিদ্বন্দ্বী দোলা সেনকে হারিয়ে। মুনমুন সেনের রাজনীতিতে প্রবেশের ঘটনাটি বেশ অপ্রত্যাশিতই।