কোনওরকম রাজনৈতিক কনটেন্ট দেখানোর ক্ষেত্রে নমো টিভির উপরে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, তাদের অনুমতি ব্যতীত রেজিস্ট্রেশন বিহীন ইলেকট্রনিক মিডিয়ায় কোনও রকম রাজনৈতিক কনটেন্ট দেখানো হলে তা নির্বাচন কমিশনকে অগ্রাহ্য করার অপরাধের সামিল বলে বিবেচিত হবে। বিজেপি-র আইটি সেক্টরের দ্বারাই নমো টিভি বা নমো অ্যাপ পরিচালিত হয় এ কথা বিজেপি প্রকাশ্যে আনার পরেই নির্বাচন কমিশন নিজের নির্দেশ জারি করে।