কলেজ প্রেমকে নেপথ্যে রেখেই মুক্তি পেতে চলেছে রাজা চন্দ্র পরিচালিত 'গার্লফ্রেইন্ড', বনি সেনগুপ্ত ও কৌশানি অভিনীত এই বাংলা সিনেমাটি মুক্তি পাবে আসন্ন দুর্গা পুজোর পর। কলকাতার এক বিখ্যাত পাঁচ তারা হোটেলে NDTV বাংলার আড্ডায় মজেছিলেন এই তিন সেলেব। তাদেরই আলাপচারিতার একটা ঝলক।