জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় ৪০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি ‘খুব বিপজ্জনক’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানায়, ডোনাল্ড ট্রাম্প তাঁর ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, “দুই দেশের মধ্যে এটি খুবই বিপজ্জনক পরিস্থিতি।” তিনি আরও বলেন, এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক সমস্যা রয়েছে।
কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপর এই সন্ত্রাসী হামলা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী শুক্রবার ভারতকে জানিয়েছে তাঁরা ভারতের যে কোনও হামলার জবাব দেবেই।