প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদাম্বরমকে এখনই কোনও সুরক্ষা দিল না সুপ্রিম কোর্ট। আগেই চিদাম্বরমের বিরুদ্ধে জারি করা হয় লুকআউট নোটিস, ফলে এবার গ্রেফতারির সম্মুখীন হতে হবে তাঁকে ।আইএনএক্স মিডিয়া মামলায় আগাম জামিন দিল্লি হাইকোর্ট প্রত্যাহার করায় সেই নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়ার আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। চিদাম্বরমের এই পদক্ষেপের জন্যে সেই সময় কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি তাঁকে গ্রেফতার করতে পারেনি । মঙ্গলবার উচ্চ আদালত গ্রেফতারির রক্ষাকবচ দিতে অস্বীকার করার পরেই চিদাম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।ইতিমধ্যেই পি চিদাম্বরমের নাগাল পেতে সিবিআই দু'বার তাঁর দিল্লির বাসভবনে হানা দিয়েছে ।