বিজয় মালিয়ার বিষয়ে ইডির থেকে জবাব চাইছে আদালত

মদ ব্যবসায়ী বিজয় মালিয়া সুপ্রিম কোর্টের থেকে নিস্তার পাচ্ছেন না। শুক্রবার আদালত শুনানির সময় বলে যে মালিয়ার উপর অর্থনৈতিক অপরাধের মামলার কাজ চলবে। আদালত বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তে নিষেধাজ্ঞা জারি করতেও প্রত্যাখ্যান করেছে। বোম্বে হাইকোর্ট মালিয়ার দায়ের করা আবেদনটিও বাতিল করে দিয়েছে। ওই পিটিশনে মালিয়া তাঁর উপর অর্থনৈতিক অপরাধী মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্ট বিজয় মালিয়ার পিটিশন বিষয়ে ইডি’র থেকে উত্তর চেয়েছে।

Related Videos