ভোটের বাজারে বেশ কিছু সংস্থা ব্যাপক পরিমাণে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ভারতবর্ষে এই মুহূর্তে ২৫ বছরের নীচে বয়স এমন জনসংখ্যা সবথেকে বেশি। কিন্তু নেই ঠিক তত পরিমাণ চাকরি। এত বছর পর পর নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোয়, চাকরির যোগ্যতার বয়সও পেরিয়ে যাচ্ছে অনেকের। গ্রুপ ডি-এর চাকরিতে আবেদন করতে বাধ্য হচ্ছেন স্নাতকোত্তর করা ছাত্রছাত্রীরা। কেন দেশের চাকরির অবস্থা এমন?