বুধবার গভীর রাতে দক্ষিণ দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমকে তাঁর বাড়ি থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের সদর দফতরেই রাত কাটিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী। বুধবার তাঁর বাড়ির পাঁচিল টপকে গ্রেফতার করা হয় চিদাম্বরমকে। পি চিদাম্বরমকে সিবিআই ভবনের "লক-আপ স্যুট 3" তে রাখা হয়। আশ্চর্যের কথা এই যে এই লক আপটি তাঁর উপস্থিতিতেই ২০১১ সালে উদ্বোধন করা হয়েছিল । কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি সেই সময় উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সঙ্গে নিয়ে সিবিআই ভবন এবং এর লক-আপের সুবিধাগুলি পরিদর্শন করেছিলেন।