বিধানসভা নির্বাচনে রাজস্থান রাজ্য নিজেদের দখলে রেখেছে কংগ্রেস। কিন্তু লোকসভাতেও কি বজায় থাকবে কংগ্রেসের আধিপত্য? অনেকেই বলছেন, লোকসভা নির্বাচনে রাজস্থানের মানুষের রায় অন্যদিকেও যেতে পারে। যদিও জয়ের বিষয়ে আশাবাদী রাজ্যের উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট। তাঁর কথায়, এই নির্বাচনে মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হল কিনা সেটার থেকেও বড় বিষয় মানুষ রোজের জীবনে নিজেদের দাবি ও অধিকার, কর্মসংস্থান, চাষের সুবিধা নিয়ে সন্তুষ্ট কিনা। শচিন পাইলট বলেন, নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সেনাবাহিনীকে ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা জানিয়েছেন। তা সত্ত্বেও বিজেপি যেভাবে সেনার উল্লেখ করছে, এতে কিন্তু মোটেও তাঁরা সেনাবাহিনী ও শহিদদের প্রশংসা করছেন না, বরং তাঁদের রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহার করছেন।