বাগবাজার সর্বজনীনের 100 বছরের পুজো দেখুন NDTV বাংলায়

উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো বাগবাজার সর্বজনীন। এই বছর তাঁরা পালন করছেন শত তম বর্ষ। বাগবাজারের পুজো না দেখলে অনেক মানুষেরই পুজো থেকে যায় অসম্পূর্ণ। তাই ভিড় কিছুটা সামাল দিতে মহালয়ার দিন থেকেই মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে বাগবাজারের দ্বার। ঘুরে দেখে এলেন NDTV বাংলার প্রতিনিধি পরিজা কর্মকার।