চোরবাগান সার্ব্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গা পুজো 2018

এবছর আপনার কাছে চোরবাগান সার্ব্বজনীন দুর্গোৎসব সমিতি তুলে ধরবে মৃত্তিকার সাম্রাজ্য। পিপীলিকার গৃহস্থলীর এক অপূর্ব নিদর্শন তাঁরা তৈরি করেছেন তাঁদের 83 বছরের ভাবনায়। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচীর সঙ্গে ঘুরে দেখে নিন তাদের এবছরের থিম “অপূর্ণ জগৎ ধীরে ধীরে হইবে বিলীন”।