হাতিবাগান সর্বজনীনের দুর্গা পুজো 2018

এবছর হাতিবাগান সর্বজনীন আপানার কাছে তুলে ধরবে কী ভাবে দিনের পর দিন প্রযুক্তির জালে হারিয়ে যাচ্ছে শৈশব, কৈশোর এবং যৌবন জীবন। কী ভাবে আমরা দিনের পর দিন জড়িয়ে যাচ্ছি প্রযুক্তির বেড়াজালে। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচীর সঙ্গে ঘুরে দেখে নিন তাদের এবছরের থিম অন্তরজাল।