সিংহী পার্ক সর্বজনীন দুর্গা পূজা কমিটির দুর্গা পুজো 2018

সিংহী পার্ক সর্বজনীন দুর্গা পূজা কমিটি এবছর পা রাখল 77 তম বর্ষে। এবছর তাঁদের থিম “আকাশ হাসে শুভ্রাকাশের আন্দোলনে সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপনমনে।” এই বছর তাঁদের নিবেদন “মেহসানা” জেলার “মোধেরা” গ্রামের এক প্রাচীন সূর্য মন্দির। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচীর সঙ্গে ঘুরে দেখে নিন ।