বড়িশা ক্লাব থেকে ফেসবুক লাইভে NDTV বাংলা

কলকাতার অন্যতম সেরা পুজো বড়িশা ক্লাবের পুজো। 29 বছর ধরে এই পুজো মানুষের মন জয় করে এসেছে। মানুষের মনে নিজেদের নাম খোদাই করে নিয়েছে বড়িশার পুজো। এবছরে তাদের থিম 'ঋণ'। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচী এবং সৌম্যজিত মজুমদারের সঙ্গে ঘুরে দেখে নিন।