কলকাতার অন্যতম সেরা পুজো স্টেট ব্যাংক পার্কের পুজো। বছরের পর বছর মানুষকে নতুন কিছু উপহার দিয়ে মানুষের মনে নিজেদের একটা আলাদা জায়গা করে নিয়েছে সেস্ট ব্যাংক পার্ক। এবছরে তাদের থিম 'অগ্নি শুদ্ধি '। আগুনের ছোয়ায় কাঁচামাটির পোড়ামাটিতে রুপান্তরিত হয়ে তৈরি হয়েছে এ বছরের তাদের থিম।NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচী এবং সৌম্যজিত মজুমদারের সঙ্গে ঘুরে দেখে নিন।