কলকাতায় এবার আন্দামান! হ্যাঁ ঠিকই পড়ছেন। বড়িশা সর্বজনীন দুর্গোৎসবের এবারের নিবেদন আন্দামানের জারোয়াদের জীবনযাত্রা। তাঁদের এবছরের থিম আন্দামান এবং ওখানকার আদিবাসী জারোয়াদের জীবনযাত্রাকে কেন্দ্র করে আসুন NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচীর সঙ্গে ঘুরে দেখে নিন।