NDTV -র পর্দায় দেখুন প্রবাসী বাঙালিদের মাতৃ আরাধনা

শরতের মিষ্টি রোদ আর ফুরফুরে ঠান্ডা হওয়ার সাথেই ধরা ধামে চলে আসে আগমনির বার্তা। বছরের এক ঘেয়েমিকে কাটিয়ে দিয়ে দেশ বিদেশের বাঙালিরা মেতে ওঠে মাতৃ আরাধনায়। মহানগরী কলকাতা যেমন সেজে উঠেছে নতুন সাজে, তেমনি প্রবাসী ভারতীয়রাও পিছিয়ে নেই। তারাও মেতে উঠেছেন মা দুর্গার আরাধনায়। এখানে দেখে নিন বার্লিনের দুর্গাপুজোর একটি দৃশ্য।

Related Videos