NDTV বাংলায় দেখুন বাগবাজার সর্বজনীনের সপ্তমীর সকাল

বাগবাজার সর্বজনীন কলকাতায় দুর্গাপুজোর ঐতিহ্যের এক স্তম্ভ। সপ্তমীর সকাল থেকেই মানুষ ভিড় করছেন মণ্ডপে। শুধু কলকাতা নয়, রাজ্যের নানা অংশ থেকেই মানুষ আসেন এই দুর্গা প্রতিমার মুখ দর্শনে। মহাসপ্তমীতেও তার ব্যতিক্রম হয়নি।