মহালয়ার ঠিক আগের দিন NDTV -র সঞ্চালক পৌঁছে গেছিলেন কুন্ডু বাড়িতে। গৃহকর্তা জয়দীপ কুন্ডু ও তাঁর স্ত্রীর হাত ধরেই দশ বছর ধরে চলছে এই পুজো। মাতৃ প্রতিমায় রঙের আঁচড় লেগে গেছে। আগমনির সুরের সাথে বেজে উঠেছে আনন্দের তান। বাড়ির আবাল বৃদ্ধ বনিতা মেতে উঠেছে পুজোর আনন্দে। নতুনত্বের মধ্যে সাবেকিআনাকে ধরে রাখাই এই পুজোর লক্ষ্য।