কুমোরটুলিতে মা দূর্গা প্যান্ডেলে যাওয়ার জন্য এখন তৈরী

তিথি বলছে পুজো শুরু হতে এখনও কয়েকদিন। সবে মহালয়া পার হল। কিন্তু আর অপেক্ষা করতে পারছে না কলকাতা। শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে পুজো এসে গিয়েছে। কুমোরটুলির অলি গলিতেও ধরা পড়ল সেই ছবি। একেবারে সেজে গুজে ঠাকুর দেখার মেজাজে পাওয়া গেল তাদের।