স্পর্শ- অনুভবের দুর্গা পুজোয় সামিল হন সমাজ সেবী সংঘের সঙ্গে

যেসব মানুষ চোখে দেখতে পান না, তাঁদের উকমাত্র ভরসা স্পর্শ। সেই ভাবনা থেকেই এই বছর দুর্গাপুজোয় সমাজ সেবী সংঘের থিম হল স্পর্শ। অন্ধ মানুষদের উদ্দেশ্যেই তাঁরা এবার নিজেদের পুজো উৎসর্গ করেছেন। ঘুরে দেখে এলেন NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচী।