বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে এবার মুখোশধারীদের মুখোশ উন্মোচন করতে মা এসেছেন

কলকাতার অন্যতম সেরা পুজো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো। এই বছরে তাদের থিম 'মুখ না মুখোশ চিনলে তবে- চলার পথটি সুগম হবে।' সমগ্র পরিকল্পনায় শিল্পী মানব বাগচি। NDTV বাংলার সঙ্গে ঘুরে দেখে নিন বিবেকানন্দ সোর্টিং ক্লাবের এবারের পুজো।