মুদিয়ালী ক্লাব থেকে সপ্তমীর দুপুরে লাইভ

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো মুদিয়ালী ক্লাবের পুজো। এই বছর তাদের 84 তম পুজো। সপ্তমীর দুপুরে মুদিয়ালী ক্লাব থেকে সরাসরি দুর্গা পুজোর কয়েক ঝলক দেখে নিন NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচী ও পরিজা কর্মকারের সঙ্গে।