মল্লিক বাড়ি থেকে কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিকের সঙ্গে ফেসবুক লাইভ

কলকাতায় বনেদী বাড়ির পুজোগুলির মধ্যে মল্লিক বাড়ির নাম উল্লেখযোগ্য। মানুষের মনে নিজের নাম খোদাই করে নিয়েছে এই পুজো। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচী ও পরিজা কর্মকারের সঙ্গে ঘুরে দেখে নিন এবারের মল্লিক বাড়ির পুজো।