তারকাখচিত কুন্ডু বাড়িতে নব দম্পতি রাজ ও শুভশ্রীর দশমীর সিঁদুর খেলা

হাতিবাগানের বিখ্যাত কুন্ডু বাড়িতে বিজয়া দশমীতে উপস্থিত এক ঝাঁক তারকা। নব দম্পতি রাজ-শুভশ্রীর প্রথম পুজো ও প্রথম বিজয়া দশমী কেমন কাটলো তা দেখে নিন NDTV বাংলার পর্দায়।