কুম্ভমেলায় ঐতিহাসিক উদাহরণ, স্বীকৃতি পেল কিন্নর আখড়া

কুম্ভমেলার ইতিহাসে এই প্রথম স্বীকৃতি পেল কিন্নর আখড়া। রূপান্তরকামী সাধুদের নিয়ে গঠিত কিন্নর আখড়ার মা ভবানী বাল্মীকি জানান, হিন্দু দলিত পরিবারে জন্মে ছিলেন তিনি। কিন্তু সেখানে তাঁর গ্রহণযোগ্যতা না থাকায় মুসলিম ধর্মান্তরিত হয়ে যান তিনি। ফের এত বছর পর নিজের ধর্মের শিকড়ে ফিরতে চাইছেন। কিন্নর আখড়ার সন্ন্যাসীদের মতে, বৃহন্নলা হওয়া কোনও অপরাধ নয়, এটি স্বতন্ত্রতা, তাই নিজমতে ধর্মপালনেরও তাঁদের সম অধিকার রয়েছে। আজ মহাস্নানে অংশ নেবেন তাঁরা।

Related Videos