আজ বিকেল ৪ টে অব্দি চলবে মকরস্নান

আজ বিকেল ৪টে পর্যন্ত চলবে কুম্ভমেলায় মকরস্নান। প্রতিবছর ১৩ টি আখড়ার সাধু মকরস্নানে অংশ নেন, এবছর কিন্নর আখড়াকে স্বীকৃতি দেওয়ায় ১৪ টি আখড়ার সাধু অংশ নেবেন পূণ্যস্নানে। এবছর অর্ধকুম্ভ হলেও, মানুষের ভিড় যেন হার মানাচ্ছে পূর্ণকুম্ভকেও।

Related Videos