কুম্ভ ভক্তদের উপর পুষ্পবৃষ্টি করল যোগী সরকার

কুম্ভমেলায় আগত দর্শনার্থীদের উপরে পুষ্পবৃষ্টি করার আয়োজন করেছে উত্তরপ্রদেশ সরকার। এবছর অর্ধকুম্ভে প্রায় ১৪ লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা। যার মধ্যে বিদেশি ভক্তের সংখ্যাই ১০ লক্ষ। পালকি,রথ ও ঘোড়ায় চড়ে এবছর মকরস্নানে অংশ নেন ১৪ টি আখড়ার সাধু সন্ন্যাসীরা। এবছর প্রতিবছরের থেকে আরও বিশাল এলাকা জুড়ে কুম্ভমেলা আয়োজিত হয়েছে

Related Videos