সমুদ্র মন্থনের পৌরাণিক গল্প অনুযায়ী অমরত্বের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই হয়। সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃতকে একটি কুম্ভ বা মাটির তৈরি পাত্রে নেওয়া হয়। কথিত আছে, বিষ্ণু নিজে মোহিনী রূপ ধারণ করে সকলকে অমৃত পান করানোর সিদ্ধান্ত নেন।অসুররা যাতে অমৃত ছিনিয়ে নিতে না পারে তাই তিনি সেই পাত্র ইন্দ্রপুত্র জয়ন্তকে হস্তান্তর করেন। জয়ন্ত সেই পাত্র নিয়ে পালানোর সময় অমৃত পূর্ণ সেই পাত্র থেকে অমৃতের চারটি ফোঁটা নাসিক, উজ্জ্বয়িনী, হরিদ্বার ও প্রয়াগরাজে পড়ে বলে বিশ্বাস করা হয়। জয়ন্তর সেই কুম্ভ স্বর্গে পৌঁছাতে ১২ দিন সময় লেগেছিল। একারণে ওই চার স্থানেই কুম্ভ মেলা আয়োজিত হয়। বিশ্বাস করা হয় দেবতাদের ১ দিন মানুষের ১ বছরের সমান।